আজকাল ওয়েবডেস্ক:‌ যুবকের বস্তাবন্দি দেহ উদ্ধারে চাঞ্চল্য মালদায়। সোমবার সকালে ভারত–বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদার নলপুকুরিয়া এলাকার আমবাগান থেকে এক যুবকের বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের খবর পেতেই ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে মৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়দের দাবি, অন্য কোথাও অজ্ঞাতপরিচয় যুবককে খুন করে ওই এলাকায় ফেলে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সাত সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়।