আজকাল ওয়েবডেস্ক: কালনায় কিশোরের বস্তাবন্দি দেহ উদ্ধারে ছড়াল চাঞ্চল্য। কালনার রংপাড়ায় ধান সেদ্ধ করার স্টিম ঘর থেকে উদ্ধার হয়েছে ১৭ বছর বয়সী কিশোর রকি হালদারের দেহ। জানা গেছে, ধর্মডাঙা গ্রামের বাসিন্দা রকি মায়ের সঙ্গে ধান সেদ্ধ করার স্টিম ঘরে কাজ করত। রবিবারও মা ও ছেলে কাজে গিয়েছিল। কিন্তু মা রিনা হালদার কাজ থেকে ফিরলেও ছেলে যথাসময়ে ফেরেনি। ছেলেকে ফোন করলেও কোনও সাড়া পাননি। সোমবার ছেলেকে খুঁজতে ওই কর্মস্থল স্টিম ঘরে যান মা। ধানের গোডাউনের এক কোণে একটি বস্তা চোখে পড়ে তাঁর। বস্তার ভিতরে রকির দেহ দেখতে পেয়েই চিৎকার জুড়ে দেন তিনি। খবর দেওয়া হয় কালনা থানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠায়। মায়ের অভিযোগ, ছেলেকে খুন করেছে তার বন্ধুরা। কীভাবে রকির মৃত্যু হল, ঘটনায় কারা যুক্ত, সব খতিয়ে দেখছে পুলিশ। ফাইল ছবি
