আজকাল ওয়েবডেস্ক:‌ পাশবিক বললেও মনে হয় কম বলা হয়। লখনউয়ে ফুটপাথে মায়ের পাশে শুয়ে থাকা আড়াই বছরের শিশুকন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে এনকাউন্টারে মেরে ফেলল পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে আলমবাগ মেট্রো স্টেশনের কাছে একটি সেতুর নীচে ফুটপাথে মায়ের সঙ্গে শুয়ে ছিল এক শিশু। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে তুলে নিয়ে যায় এক দুষ্কৃতী। সন্তানকে পাশে দেখতে না পেয়ে টহলরত পুলিশদের বিষয়টি জানান শিশুটির মা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তখন তারা দেখে, এক দুষ্কৃতী স্কুটারে করে শিশুটিকে তুলে নিয়ে পালাচ্ছে।


এরপরই অভিযুক্তের খোঁজে শুরু হয় তল্লাশি। ডেপুটি পুলিশ কমিশনার (সেন্ট্রাল জোন) আশিস শ্রীবাস্তবের নেতৃত্বে পুলিশের কয়েকটি দল গঠন করে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। অভিযুক্তের খবর দিলে বা তাঁকে ধরিয়ে দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয় পুলিশের তরফে। স্কুটারে রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষা করে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে শুক্রবার ভোরে দেবী খেড়া এলাকায় অভিযুক্তের খোঁজ পায় পুলিশ।


পুলিশ জানিয়েছে অভিযুক্তকে আত্মসমর্পণ করতে বলা হলে সে সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশও। সেই সময় গুলিবিদ্ধ হয় অভিযুক্ত। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, অপহৃত শিশুটির যৌনাঙ্গে আঘাতের চিহ্ন মিলেছে। তার অবস্থা সঙ্কটজনক। হাসপাতালে চিকিৎসা চলছে।