আজকাল ওয়েবডেস্ক: গণধর্ষণের শিকার নাবালিকা! ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শুক্রবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই নাবালিকা পাড়ার যুবক সোমনাথ সাহার সঙ্গে ঘুরতে বের হয়। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। নাবালিকা প্রেমিকাকে নিয়ে সোমনাথ অশোকনগর ১৩ নম্বর ওয়ার্ডের নাগরিক শিক্ষা নিকেতন প্রাইমারি স্কুলের পিছনে যায়। তারপর সে তার দুই বন্ধু সৌভিক মণ্ডল, মীর বিশ্বাসকে ডেকে নিয়ে আসে। তারপরে তিন বন্ধু ওই নাবালিকাকে জোর করে মদ খাওয়ায়। অভিযোগ, মদ খাওয়া শেষ হওয়ার পর তিন বন্ধু মিলে ওই নাবালিকাকে জোর করে গণধর্ষণ করে। নাবালিকা বাড়িতে মাকে গোটা ঘটনার কথা জানায়। নাবালিকার মা অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগেও এই এলাকায় রাতের অন্ধকারে মদের আসর বসা নিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছিল। পুলিশ নজরদারি চালালেও ওই এলাকায় মদ খাওয়া বন্ধ করতে পারেনি। শুক্রবার রাতে হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস, হাবড়ার আইসি অনুপম চক্রবর্তী ও অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্কর ধৃতদের নিয়ে ঘটনাস্থলে যান। অভিযুক্তদের দিয়ে ঘটনার পুনর্নিমাণ করায় পুলিশ।
