আজকাল ওয়েবডেস্ক:‌ ফের ফাটল আতঙ্ক। এবার উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের বাগেশ্বর জেলায় বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। বাড়ির দেওয়াল ছাড়াও ছাদেও ছড়িয়ে পড়েছে ফাটল। আতঙ্কিত বাসিন্দারা। বাগেশ্বরের জেলাশাসকের ‘জনতার দরবার’–এ গ্রামবাসীরা ফাটলের কথা জানানোর পর উত্তপ্ত হয়ে ওঠে সেই অনুষ্ঠান। গ্রামবাসীদের দাবি, খননের জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয়। বিস্ফোরণ করে পাথর ফাটানোর ফলেই ফাটল দেখা দিয়েছে একাধিক বাড়িতে।

 

 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যে সব এলাকায় এখনও খনন চলছে তার সংলগ্ন ২৫টির বেশি গ্রামের অনেক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এই গ্রামের বেশিরভাগ বাসিন্দাই খনিতে খননের কাজে যুক্ত। বাগেশ্বরের এক বাসিন্দার দাবি, এই জেলায় মোট ৪০২টি গ্রাম রয়েছে। তার মধ্যে শতাধিক গ্রাম ধীরে ধীরে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কান্দা এবং রিমা উপত্যকা। রাস্তা, মাঠ, বাড়িঘরে ফাটলের পাশাপাশি সেগুলি বসে যেতে শুরু করেছে। চলছে পুনর্বাসনের কাজ। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে জোশীমঠের বিপর্যয়ের কথা।