আজকাল ওয়েবডেস্ক: সরকারি বাসের পিছনের সিটে উদ্দাম যৌনখেলায় লিপ্ত যুগল। গত রবিবার এরকমই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। নভি মুম্বইয়ের সরকারি বাতানুকূল বাসের ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই ব্যবস্থা নিয়েছে নবী মুম্বই পুরসভা। বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ওই বাসের কন্টাক্টরের বিরুদ্ধে।

শহরের বাস পরিষেবা পরিচালনাকারী নভি মুম্বাই মিউনিসিপ্যাল ​​ট্রান্সপোর্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার সময় যুগলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার জন্য ওই কন্ডাক্টর এখন বিভাগীয় তদন্তের অধীনে রয়েছেন। তিনি বলেন, "ঘটনাটি ঘটে যাওয়ার সময় সতর্ক না থাকার এবং হস্তক্ষেপ না করার জন্য কন্ডাক্টরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" তিনি আরও জানান, তদন্তের ফলাফলের ভিত্তিতে আরও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাসের মধ্যে যৌনমিলনের একটি ২২ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে। রবিবার সন্ধ্যায় নভি মুম্বইয়ে ঘটনাটি মোবাইলে ক্যামেরাবন্দি করেন এক বাইক আরোহী। বাসের জানলা দিয়ে তিনি ঘটনাটি দেখতে পান। সঙ্গে সঙ্গে নিজের মোবাইলে তা তুলে নেন। ভিডিওতে যে যুগলকে দেখা গিয়েছে তাঁদের বয়স ২০-এর কোটায় বলে মনে করা হচ্ছে। যে ব্যক্তি ভিডিওটি প্রকাশ করেছেন তিনি পেশায় আরটিআই কর্মী। 

এখনও পর্যন্ত, পৌর সংস্থাটি এই ঘটনাটি পুলিশকে জানায়নি। এনএমএমসি কমিশনার কৈলাস শিন্ডেও এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে, ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৬ অনুযায়ী, জনসাধারণের স্থানে অশ্লীল কাজ করার জন্য তিন মাসের জেল এবং/অথবা এক হাজার টাকা জরিমানা হতে পারে।