আজকাল ওয়েবডেস্ক:‌ ধুলো ঝড়ে মুম্বইয়ের ঘাটকোপর এলাকায় বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় মারা গেছেন ১৬ জন। আহত অন্তত ৪১ জন। তার মধ্যে ৩৪ জন চিকিৎসার পর বাড়ি ফিরে গেছেন। বাকিদের চিকিৎসা চলছে।
জানা গেছে মৃতদের মধ্যে রয়েছেন মুম্বইয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের অবসরপ্রাপ্ত আধিকারিক মনোজ চানসোরিয়া (‌৬০)‌ ও তাঁর স্ত্রী অনিতা (‌৫৯)‌। গত মার্চেই তিনি অবসরগ্রহণ করেন। তারপর জবলপুরে থাকতেন। সোমবার অর্থাৎ ঘটনার দিন তাঁরা মুম্বইতে ছিলেন। ভিসা সংক্রান্ত কিছু কাজ সেরে ওই দম্পতি জবলপুর ফিরছিলেন। ফেরার পথে ঘাটকোপরে ওই পেট্রল পাম্পে গাড়িতে তেল ভরার জন্য এসেছিলেন। তখনই ২৫০ টনের হোর্ডিংটি ভেঙে পড়ে। বুধবার রাতে ধ্বংসস্তূপের মধ্যে দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় দম্পতির দেহ। এদিকে, দম্পতির সন্তান বারবার ফোন করেও মা–বাবাকে পাননি। এরপরই আমেরিকায় থাকা ছেলে মু্ম্বইয়ে তাঁর বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। ওই বন্ধু পুলিশে নিখোঁজ ডায়রি করেন। বৃদ্ধ দম্পতির মোবাইল লোকেশন ট্রাক করে পুলিশ জানতে পারে ঘাটকোপর এলাকায় রয়েছে শেষ লোকেশন। এরপরই ওই দম্পতির
ছেলের বন্ধু ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাঁরাই মৃতদেহ শনাক্ত করেন। এদিকে, উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।