মাত্র কয়েক মাস হল শুরু হয়েছে 'কম্পাস'-এর সফর। এখনও অবধি টিআরপি তালিকায় বিশেষ চমক দেখাতে পারেনি এই ধারাবাহিক। তবে অফস্ক্রিন বন্ধুত্ব জমে ক্ষীর 'বিহান' এবং 'কম্পাস'-এর। অর্থাৎ অর্কপ্রভ রায় এবং পর্ণা চক্রবর্তীর। আর তারই ঝলক ধরা পড়ল এদিন শুটিংয়ের ফাঁকে।
এদিন স্টার জলসার তরফে একটি মজার ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে শুটিংয়ের ফাঁকে আড্ডা, থুড়ি মজার খেলায় যোগ দিয়েছেন ধারাবাহিকের দুই মুখ্য অভিনেতা। ভিডিওতে বিহান ওরফে অর্কপ্রভকে বলতে শোনা যাচ্ছে, 'আমরা একটা খেলব, ট্রুথ অ্যান্ড ওনলি ট্রুথ।' তার জবাবেই কম্পাস বলে বসেন, 'সত্যি, বা হয়তো সত্যি!' রাস্তার এক পাশে বসে দু'জনকে দু'জনের প্রশ্নের জবাব দিতে দেখা যায়, তবে পুরোটাই নিছক মজার ছলে।
প্রথমেই অর্কপ্রভকে পর্ণা জিজ্ঞেস করেন, তিনি অভিনেতা না হলে কী হতেন? বিন্দুমাত্র না ভেবেই অভিনেতা জানান তিনি চিত্রসাংবাদিক হতেন। আর কম্পাস নিজে? মুখ খানিক কাঁচুমাচু করেই তিনি জানান যে আর যাই করুন না কেন চাকরি করতেন না।
না, আলোচনাটা মোটেই চাকরি বা কাজের মধ্যে আবদ্ধ ছিল না। প্রশ্ন ওঠে ব্যক্তিগত জীবন নিয়েও। পর্ণা রীতিমত গুগলি ছুঁড়ে দেন সহঅভিনেতার উদ্দেশ্যে। জানতে চান অর্কপ্রভ বিয়ে কবে করবেন? প্রশ্ন শুনেই ভ্যাবাচ্যাকা খান অভিনেতা। সামলে নিয়ে জানান তিনি নাকি এই পথে হাঁটবেনই না! তাঁর কথায়, 'আমি কোনওদিনই বিয়ে করব না। বিয়ে করে কে বড়লোক হয়েছে?' পর্ণাকেও একই প্রশ্নে বিদ্ধ করেন অর্কপ্রভ। বর্তমানে অভিনেতা অরুণাভ দের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। ফলে বিয়ের প্রশ্ন শুনে খানিক সলজ্জ ভাবেই তিনি জানান যে বিয়ে তিনি করবেন। তবে কবে, সেটা খোলসা করেননি।
ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা হচ্ছে যেখানে, সেখানে কি বন্ধুর একটু 'লেগপুল' না করলে চলে? কম্পাস প্রাতঃরাশে আমন্ড, কলা এবং ডিম খান শুনেই তাঁকে ডিম নিয়ে জ্ঞান দিতে শুরু করেন অর্কপ্রভ। কিন্তু তাঁকে মাঝপথেই থামিয়ে দেন পর্ণা। দর্শকদের কাছে ফাঁস করে জানান পর্দার বিহান নাকি দিনে ৩০টা করে ডিম খান! যদিও সবটাই নিছক মজার ছলে!
প্রসঙ্গত, মাত্র কয়েক মাস হল শুরু হয়েছে কম্পাস। এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ সন্ধে ৬টা থেকে দেখা যায়। এখানে মুখ্য ভূমিকায় অর্থাৎ কম্পাস এবং বিহানের চরিত্রে যথাক্রমে দেখা যাচ্ছে পর্ণা চক্রবর্তী এবং অর্কপ্রভ রায়কে। প্রযোজক সুশান্ত দাসের এই ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় অভিষেক ঘটেছে পর্ণার। তিনি এর আগে মূলত মিউজিক ভিডিয়ো, বিভিন্ন ব্র্যান্ডের হয়ে ফটোশুট ইত্যাদিতে কাজ করেছেন। অন্যদিকে অর্কপ্রভ খ্যাতি পান তোমাদের রাণী ধারাবাহিকের হাত ধরে। এরপর তাঁকে দর্শকরা দেখেছেন দুই শালিক ধারাবাহিকে। সেটি শেষ হতে না হতেই নতুন ভূমিকা, নতুন গল্প নিয়ে হাজির হয়েছেন ছোটপর্দায়।
