আজকাল ওয়েবডেস্ক: শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে দিল্লিতে। পারদ পতনের ফলে তাপমাত্রা নামতে পারে ৩ ডিগ্রি সেলসিয়াসে। আগামী মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার এমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু দিল্লি নয়, পঞ্জাব, হরিয়ানা-সহ উত্তরের বেশ কিছউ রাজ্যে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। 

দিল্লিতে এখনও পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি। মৌসম ভবন জানিয়েছে, উত্তরের পাহাড়গুলিতে তুষারপাত এবং পশ্চিমি ঝঞ্ঝার ফলে পারদ পতন হবে অনেকটা। এই পশ্চিমি ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে সমতলে। রবিবার হাল্কা বৃষ্টি হয়েছে দিল্লিতেও। 

উত্তরের রাজ্যগুলির মধ্যে হরিয়ানার হিসারে এখনও পর্যন্ত সর্বনিম্ন ৪.৭ ডিগ্রি তাপমাত্রা নথিভুক্ত হয়েছে। ইতিমধ্যেই উত্তরের রাজ্যগুলির বাসিন্দাদের শৈত্যপ্রবাহের হাত থেকে বাঁচতে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। পর্যটকদের আবহাওয়া সম্পর্কে সব রকম তথ্য সংগ্রহ করার পরেই ঘুরতে বেড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। 

ভারত উত্তর গোলার্ধের দেশ। সাধারণত নভেম্বরের শুরু থেকেই কমবেশি শীতের আমেজ অনুভূত হতে শুরু করে দেশে। কিন্তু এ বছর নভেম্বরে তাপমাত্রা ছিল যথেষ্ট বেশি।  মৌসম ভবনে তাদের রিপোর্টে দাবি করেছে, সর্বাধিক তাপমাত্রার নিরিখে ২০২৪ সালের নভেম্বর মাসটি গত ১২৩ বছরের মধ্যে দ্বিতীয় উষ্ণতম নভেম্বর। ডিসেম্বর প্রথম সপ্তাহের পর থেকে শীতের আমেজ পেতে শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্তের জনগণ। বিশ্ব উষ্ণায়নের ফলে এমনিতেই পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে। বদলাচ্ছে জলবায়ুর প্রকৃতিও। সেই আবহে এ বার শীতের আগমনে দেরি ভাবাচ্ছে পরিবেশপ্রেমীদের।