আজকাল ওয়েবডেস্ক:‌ টানা বৃষ্টির জেরে একাধিক এলাকায় নেমেছে ধস। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর, রবিবার বিকেলে তিনি শিলিগুড়ি যাবেন। সোমবার প্রশাসনিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। 


সূত্রের খবর, রবিবার অর্থাৎ ২৯ তারিখ বিকেলে মুখ্যমন্ত্রী বিমানে বাগডোগরা হয়ে পৌঁছবেন শিলিগুড়ি। উত্তরকন্যা অর্থাৎ উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনে রাত্রিবাস করবেন। তার পর সোমবার, ৩০ সেপ্টেম্বর সকালে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। বৈঠক সেরে বিকেলে কলকাতায় ফিরে আসার কথা মমতার। 


গত সপ্তাহেই দক্ষিণবঙ্গের প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির জল ছাড়াকে দায়ী করেছিলেন। উত্তরবঙ্গের অবস্থাও বেশ খারাপ। টানা বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে। তিস্তাবাজার থেকে কালিম্পং যাওয়ার রাস্তা আপাতত বন্ধ। ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত। শনিবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। জারি করা হয়েছে লাল সতর্কতা। তিস্তা সংলগ্ন এলাকাতেও বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা। পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ খবর নিতে পারেন মমতা। প্রশাসনিক বৈঠকে পরিস্থিতি মোকাবিলায় একাধিক নির্দেশও দিতে পারেন। মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফর সামনে রেখে জেলা প্রশাসনেও চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে।