‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ দুবাইয়ে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলন ‘‌কপ–২৮’‌ এর সমাপ্তি ঘটল। জীবাশ্ম জ্বালানি থেকে ক্রমশ সরে আসার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে প্রায় সব দেশ। ১৯৮টি অংশগ্রহণকারী দেশের পক্ষ থেকে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ১.‌৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেঁধে রাখার লক্ষ্য স্থির করা হয়েছে। সমাপ্তি ভাষণে ‘‌কপ২৮’‌–এর সভাপতি ডক্টর সুলতান আল জাভেদ বলেন, ‘‌বিশ্বকে এক নতুন পথ খুঁজে পেতে হবে।’‌ প্রসঙ্গত, পরবর্তী জলবায়ু সম্মেলন হবে আজারবাইজানে।