আজকাল ওয়েবডেস্ক:‌ সামান্য বাড়ল শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার ছিল কলকাতায় মরশুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৪.‌৬ ডিগ্রি। কিন্তু বৃহস্পতিবার সকালে তা গিয়ে ঠেকল ১৫.‌১ ডিগ্রিতে। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। এদিন সকাল থেকেই ছিল কুয়াশা। বেলা বাড়তে তা কেটেছে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত শীতের আমেজ বজায় থাকবে। জেলায় ১১–১২ ডিগ্রির ঘরে থাকবে রাতের তাপমাত্রা। বুধবার সান্দাকফু, উত্তর সিকিম, পূর্ব সিকিমে তুষারপাত হয়েছে। দার্জিলিং, ডুয়ার্সের বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। সিকিমে আবার ভারী তুষারপাতের জেরে বহু পর্যটক আটকে পড়েছেন। ভয়ঙ্কর শৈত্যপ্রবাহও চলছে সিকিমের বিস্তীর্ণ অংশ জুড়ে।