আজকাল ওয়েবডেস্ক: ফের অশান্ত হয়ে উঠেছে মণিপুর। নিয়ন্ত্রণে আনতে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) পাঠানো হচ্ছে মণিপুরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার মণিপুরের পরিস্থিতি নিয়ে মন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। মন্ত্রক সূত্রে খবর, বৈঠকে অতিরিক্ত বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি কোম্পানির সদস্য সংখ্যা প্রায় ১০০। অর্থাৎ মণিপুরে আরও পাঁচ হাজার জওয়ান পাঠানো হচ্ছে। যদিও মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ এবং সেনার সঙ্গে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে যোগ হতে চলেছে আরও ৫০ কোম্পানি।
প্রসঙ্গত, গত শনিবার তিন মহিলা ও তিন শিশুর দেহ উদ্ধারের পর থেকে মেইতেইদের বিক্ষোভে উত্তপ্ত মণিপুর। এই পরিস্থিতিতে রবিবার মহারাষ্ট্রে প্রচারের কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরে যান শাহ। সূত্রের খবর, দিল্লি পৌঁছে বৈঠক করেন তিনি। এর পর সোমবার আবার নিজের মন্ত্রকের কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। মন্ত্রক সূত্রে খবর, ওই বৈঠকে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তার পরেই সেখানে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের পরিস্থিতি দেখতে একটি প্রতিনিধি দলও পাঠাতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
সোমবার আবার মণিপুরের তিনটি মামলার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)–র হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই পরিস্থিতিতে সোমবার সন্ধেয় রাজধানী ইম্ফলে বিজেপি এবং শরিক দলগুলির বিধায়কদের জরুরি বৈঠকে ডেকেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী।
