আজকাল ওয়েবডেস্ক: স্ট্রেট সেটে জিতে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠে গেলেন কার্লোস আলকারাজ। পুরুষদের দ্বিতীয় বাছাই আলকারাজ ৬–১, ৬–৪, ৬–৪ গেমে উড়িয়ে দিয়েছেন ব্রিটেনের অলিভিয়ার টার্ভেটকে। গত দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজকে প্রথম রাউন্ডে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু দ্বিতীয় রাউন্ডে হেলায় প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে তিনি চলে গেলেন তৃতীয় রাউন্ডে। বিশ্বের ৭১৯ নম্বর খেলোয়াড় টার্ভেট ওয়াইল্ড কার্ড হিসাবে উইম্বলডনে সুযোগ পেয়েছেন। তাঁকে হারাতে কোনও বেগই পেতে হল না গত মাসে ফরাসি ওপেন জেতা আলকারাজের।
 
 উইম্বলডনে এবার শুরু থেকেই অঘটন ঘটে চলেছে। প্রথম রাউন্ডেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন পুরুষ ও মহিলাদের ২৩ জন বাছাই খেলোয়াড়। তবে তৃতীয় দিনে বড় অঘটন আর ঘটেনি। আলকারাজের পাশাপাশি তৃতীয় রাউন্ডে উঠে গিয়েছেন মহিলাদের শীর্ষবাছাই এরিনা সাবালেঙ্কা। তিনি বিশ্বের ৪৫ নম্বর এরিনা বৌজকোভাকে ৭–৬, ৬–৪ গেমে হারান। 
 
 দুই সেটে খেলা শেষ হলেও অবশ্য একতরফা দাপট দেখাতে পারেননি বেলারুশের তারকা। প্রথম সেটে সাবালেঙ্কার বিরুদ্ধে লড়াই করেন বৌজকোভা। প্রথম সেটের ফয়সালা হয় টাইব্রেকারে।
 
 গত মাসে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন সাবালেঙ্কা। তবে প্রথম সেট জিতেও হারতে হয় কোকো গফের কাছে। ফরাসি ওপেন চ্যাম্পিয়ন গফ প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন। ফলে সাবালেঙ্কার কাছে ভাল সুযোগ চ্যাম্পিয়ন হওয়ার। 
