আজকাল ওয়েবডেস্ক:‌ মুম্বই–নাগপুর এক্সপ্রেসওয়েতে শুক্রবার রাতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ। প্রাণ গেল অন্তত ছয় জনের। আহত অন্তত চার। মুম্বই থেকে ৪০০ কিলোমিটার দূরে জালনা জেলার কাদানচি গ্রামের কাছে সমৃদ্ধি মহামার্গ জাতীয় সড়ক (‌মুম্বই–নাগপুর এক্সপ্রেসওয়ে)‌–কে রাত এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে একটি সুইফট ডিজায়ার জ্বালানি ভরে ভুল লেন থেকে হাইওয়েতে উঠে আসে। সঙ্গে সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি এর্টিগা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। গাড়িটি নাগপুর থেকে মুম্বই যাচ্ছিল। সংঘর্ষের পর এর্টিগা গাড়িটি প্রায় উড়ে গিয়ে হাইওয়েতে থাকা গার্ডরেলের উপর গিয়ে পড়ে। ভিতরে থাকা যাত্রীরা ছিটকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলেই মারা যান ছয় জন। রক্তে ভেসে যাচ্ছিল দেহগুলি। অন্য গাড়িটি একেবারে দুমড়ে–মুচড়ে দলা পাকিয়ে গিয়েছিল। ঘটনার খবর পেয়েই হাজির হয় পুলিশ। ক্রেনের সাহায্যে গাড়িগুলিকে সরানো হয়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ছয়টি দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। জানা গেছে স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন।