আজকাল ওয়েবডেস্ক:‌ বিএসএফের তৎপরতায় সোনা পাচারের ছক বানচাল। ধৃত দুই পাচারকারী। আনুমানিক ১ কোটি ২৫ লক্ষ টাকার ২ কেজি সোনা বাজেয়াপ্ত হয়েছে। শুক্রবার পেট্রাপোল সীমান্তে ১১ টি সোনার বিস্কুট সহ দুই পাচারকারীকে আটক করে বিএসএফ। পাচারকারীরা শ্যামলী পরিবহনের বাসে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে জওয়ানরা পেট্রাপোল সীমান্তে বাসে তল্লাশি চালান। আটক করা হয় বাস চালক ও সুপারভাইজারকে। বাসের হেল্পারকে খোঁজ চালাচ্ছে বিএসএফ। ধৃতদের নাম দালোয়ার হোসেন ও সামিম মাহমুদ। দু’‌জনেই বাংলাদেশের বাসিন্দা।