‌আজকাল ওয়েবডেস্ক:‌ অবশেষে জনসমক্ষে আসছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ক্যান্সার ধরা পড়ার পর সব ধরনের দায়িত্ব থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। এবার সুখবর শুনিয়েছে বাকিংহাম প্যালেস। জানা গেছে আগামী মঙ্গলবার থেকে রাজা তৃতীয় চার্লস একটি ক্যান্সার চিকিৎসা কেন্দ্রে যাওয়া শুরু করবেন। এছাড়াও তাঁর গ্রীষ্মকালীন পরিকল্পনার মধ্যে একটি রাষ্ট্রীয় সফরও রয়েছে। যেখানে তিনি জাপানের সম্রাটের সঙ্গে দেখা করবেন। বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র বলেছেন, তাঁর চিকিৎসা জারি থাকবে। চিকিৎসকদের আশা চার্লস দ্রুত সুস্থ হয়ে উঠবেন। প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক ঘটে তৃতীয় চার্লসের। তাঁর ক্যান্সার ধরা পড়েছিল গত ফেব্রুয়ারিতে। গত জানুয়ারিতে তিন রাত হাসপাতালে কাটান চার্লস। সেখানে তাঁর প্রোস্টেটের চিকিৎসা হয়। তখনই জানা যায় তিনি ক্যান্সারে আক্রান্ত।