আজকাল ওয়েবডেস্ক:‌ মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। ইন্ডিগোর তরফে বিবৃতি পেশ করে জানানো হয়েছে, ইন্ডিগো ফ্লাইট ৬ই ৫১৪৯ চেন্নাই থেকে মুম্বই যাচ্ছিল। মাঝ আকাশে থাকাকালীন বিমানটি উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা আসে। এর পর সমস্ত প্রোটোকল মেনে বিমানটি অবতরণ করা হয়। যাত্রীদের নিরাপদে বাইরে আনা হয়। ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা এজেন্সির সঙ্গে মিলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তল্লাশি শেষ হলে বিমানটি টার্মিনাল এরিয়ায় পাঠিয়ে দেওয়া হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ বিমানটি মুম্বই বিমানবন্দরে অবতরণ করে। সমস্ত যাত্রীই সুরক্ষিত বলে জানিয়েছে ইন্ডিগো। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেও চেন্নাই থেকে মুম্বইগামী ইন্ডিগো বিমানে ছড়িয়েছিল বোমাতঙ্ক। অবতরণের পরেই বিমান খালি করে শুরু হয় তল্লাশি। যদিও তল্লাশিতে কিছুই মেলেনি।