আজকাল ওয়েবডেস্ক:‌ বারুইপুরের চম্পাহাটি বাজিপা‌ড়ায় বিস্ফোরণ। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে আচমকা বিস্ফোরণের শব্দ শুনতে পান তাঁরা। শব্দের উৎসস্থল খুঁজতে গিয়ে স্থানীয়রা দেখতে পান দু’‌জন ব্যক্তি আগুনে পুড়ে গুরুতর আহত হয়ে পড়ে রয়েছে। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে এসে দু’‌জনকে উদ্ধার করে কলকাতার এক হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। স্থানীয়দের অভিযোগ, বোমা বাধার কাজ করছিল দুই ব্যক্তি। অভিযোগ, তাদের একজন সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।