আজকাল ওয়েবডেস্ক:‌ ফের হাসপাতালে ভর্তি হলেন লালকৃষ্ণ আডবাণী। সপ্তাহখানেকের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হলেন আডবাণী। জানা গেছে, বুধবার রাতে বিজেপির প্রবীণ নেতা ও প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে ভর্তি করা হয় দিল্লির অ্যাপোলো হাসপাতালে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। হাসপাতালে স্নায়ুরোগ বিশেষজ্ঞ বিনীত সুরির তত্ত্বাবধানে রয়েছেন ৯৬ বছরের আডবাণী। 
এর আগে গত ২৬ জুন দিল্লির এইমসে ভর্তি করানো হয়েছিল আডবাণীকে। বেশ কিছু শারীরিক পরীক্ষার পর আডবাণীকে ২৭ জুন ছেড়ে দেওয়া হয়েছিল।