আজকাল ওয়েবডেস্ক:‌ একজিট পোলে এগিয়ে ছিল কংগ্রেস। কিন্তু দেখা গেল আদতে হরিয়ানা বিধানসভায় জয়লাভ করেছে বিজেপি। এই নিয়ে টানা তিনবার এই রাজ্যে জিতল বিজেপি। হ্যাটট্রিক। সোমবার ফল প্রকাশের পরই আনন্দে ভাসছে বিজেপি। আর হার হজম করতে পারছে না কংগ্রেস। প্রাথমিক গণনায় এগিয়ে থাকার পরও কীভাবে শেষ মুহূর্তে খেলা বদলে গেল, তা নিয়ে সন্দিহান কংগ্রেস নেতৃত্ব। জাতীয় নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছে তারা। এর মধ্যে আবার রাহুল গান্ধীর ঠিকানায় পাঠানো হল জিলিপি।


সোমবার গণনা শুরু হতেই হরিয়ানায় এগিয়ে ছিল কংগ্রেস। কংগ্রেস দপ্তরে মিষ্টিমুখ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু বেলা গড়াতেই খেলা বদলে যায়। এদিকে ফলপ্রকাশের পর বিজেপির তরফে রাহুল গান্ধীর জন্য কংগ্রেসের সদর দপ্তরে জিলিপি পাঠানো হয় অনলাইনে। এক্স হ্যান্ডেলে সেই অর্ডারের ছবিও পোস্ট করা হয়। যা একপ্রকার খোঁচাই। 


প্রসঙ্গত, হরিয়ানায় নির্বাচনী প্রচারের সময় রাহুল গান্ধী বলেছিলেন যে কেন্দ্রের জিএসটি–র কোপে জিলিপি ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন। বিজেপি কটাক্ষ করে বলেছিল যে রাহুল গান্ধী জানেনই না কীভাবে জিলিপি তৈরি হয়। আর তাই ভোটের ফল প্রকাশ হতেই রাহুলের বাড়িতে জিলিপি পাঠাল বিজেপি।