অলক সরকার, শিলিগুড়ি:‌‌‌‌ মঙ্গলবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে সরকারি অনুষ্ঠান রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এই কর্মসূচি ঠিক হবার পর থেকেই আপত্তি তোলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর সোজা কথা, ‘‌খেলার মাঠে শুধু খেলাই হবে। অন্য কোনও অনুষ্ঠান মানব না।’‌ বিজেপি বিধায়কের প্রতিবাদকে পরোয়া না করেই প্রশাসনের তরফে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠানে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। এতেই ক্ষিপ্ত বিধায়ক এদিন শহরের হাসমি চকে ধর্নায় বসতে চলে যান। পুলিশ অবশ্য আগে থেকেই প্রস্তুত ছিল। বিধায়ক অনুগামীদের নিয়ে আসতেই পুলিশ কার্যত টেনে হিঁচড়ে বিধায়কদের পুলিশ ভ্যানে তুলে গোটা এলাকা ফাঁকা করে দেয়। তাই নিয়ে রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় হাসমিচক এলাকায়। 
উল্লেখ্য, কিছুদিন আগে এই মাঠেই অরিজিৎ সিংয়ের কনসার্ট ঘিরে প্রতিবাদের ঝড় ওঠে। বিতর্ক মুছে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়ে দিয়েছিলেন, ‘‌কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন সংস্কার করা হবে। সেই কাজ শুরু হবে। তাই কাজ শুরুর আগে আমরা কনসার্টের অনুমতি দিয়েছি। মাঠ তৈরি হয়ে গেলে আর কোনও অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না।’‌ তৃণমূল নেতাদের কথায় এখনও মাঠ তৈরি হয়নি। ফলে সেখানে অনুষ্ঠানে আপত্তি থাকার কিছু নেই। এই সরকারই মাঠটি ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে। কিন্তু বিজেপি বিধায়ক নাছোড়। তিনি কোনওমতেই অনুষ্ঠান করতে দেবেন না। তাই মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন ধর্নার অনুমতি চেয়েছিলেন। পুলিশ রাজি হয়নি। পরে সভার আগের দিন অর্থ্যাৎ সোমবার ধর্নার অনুমতি চেয়েও পাননি। শেষে জোর করেই ধর্নায় বসতে এলে এদিন কার্যত ধস্তাধস্তি শুরু হয় পুলিশ ও বিজেপি নেতা বিধায়কদের মধ্যে। বাড়ে উত্তেজনা। শেষে অবশ্য সব সামাল দেয় পুলিশ।