উইলিয়াম শেক্সপিয়ার একবার জিজ্ঞাসা করেছিলেন, ‘নামে কী আছে?’ তবুও, ভারতীয় ঐতিহ্য অনুসারে, একটি শিশুর নাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতএব, সঠিক নাম নির্বাচনের জন্য সতর্কতার সাথে চিন্তাভাবনা করা প্রয়োজন। কারণ, নাম পছন্দসই না হলে শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেটি তার জব্য বিব্রতকর হতে পারে।
2
6
তবে, একজন ইন্দোনেশিয়ান ব্যক্তি তাঁর সন্তানের নামকরণের সময় একেবারেই ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছিলেন। যা মনে আসছিল সেটিই রেখে দেন ছেলের নাম হিসেবে। এই ছেলেটিই ২০২১ সালে তার অসাধারণ নামের কারণে বেশ বিখ্যাত হয়ে ওঠে।
3
6
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রা প্রদেশের বাসিন্দা এই ছেলেটির নাম ‘ABCDEF GHIJK’। হ্যাঁ, ঠিকই পড়েছেন, ইংরেজি বর্ণমালার প্রথম এগারোটি অক্ষর! মুয়ারা এনিম জেলায় পুলিশ কর্তৃক আয়োজিত একটি টিকাদান অভিযানে অংশ নেওয়ার সময় তার অস্বাভাবিক নামটি শিরোনামে আসে।
4
6
স্বাস্থ্যকর্মীরা প্রথমে রেজিস্টারে নামটি দেখে মজা করতে শুরু করেন। কিন্তু তার পরিচয়পত্র এবং স্কুল ইউনিফর্মে সেই নাম মুদ্রিত দেখে তাঁরাও হতবাক হয়ে যান। তার নথিপত্র এবং নামের ট্যাগের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। অনেকেই নামটিকে একটি শিশুর জন্য অনুপযুক্ত বলে মনে করেছিলেন।
5
6
এই নামের নেপথ্যের গল্পটিও আকর্ষণীয়। ছেলেটির বাবা জুলফাহমি জানিয়েছেন, ছেলের জন্মের ছয় বছর আগেই তিনি এই ধারণাটি মাথায় এনেছিলেন। ইংরেজি ভাষা এবং ক্রসওয়ার্ড পাজল সম্পর্কে আগ্রহী জুলফাহমি একজন লেখক হওয়ার স্বপ্ন দেখেছিলেন। বর্ণমালার প্রতি তাঁর আকর্ষণ তাঁকে তাঁর সন্তানদের সেই অনুযায়ী নামকরণ করতে অনুপ্রাণিত করেছিল।
6
6
তিনি জানিয়েছেন, স্ত্রীকেও রাজি করিয়ে ফেলেছিলেন যে দ্বিতীয় সন্তানের নাম ‘NOPQ RSTUV’ এবং তৃতীয় সন্তানের নাম ‘XYZ’ রাখা হত। পরিবর্তে, তাঁরা দুই ছেলের নাম রেখেছেন আম্মার এবং আত্তুর। ভাইরাল ছেলেটির পুরো নাম ‘ABCDEF GHIJK Zuzu’। ‘Zuzu’ তার বাবা-মায়ের নাম জুহরো এবং জুলফাহমিকে জুড়ে তৈরি।