আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালে হতে চলেছে মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপ। তার জন্য ভারতীয় দল মঙ্গলবার ঘোষণা করল বিসিসিআই। দলকে নেতৃত্ব দেবেন নিকি প্রসাদ। তাঁর নেতৃত্বেই বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ সম্প্রতি জিতেছে ভারতের মেয়েরা।
টুর্নামেন্টে ভারত রয়েছে এ গ্রুপে। বাকি দল হল আয়োজক মালয়েশিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। ভারত অভিযান শুরু করবে ১৯ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বাকি দুটি ম্যাচ ২১ জানুয়ারি মালয়েশিয়া ও ২৩ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে।
টুর্নামেন্টকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দল। গ্রুপ পর্বের পর হবে সুপার সিক্স পর্বের খেলা। চারটি গ্রুপের সেরা চার দল যাবে সুপার সিক্সে। বাকি দুটি সেরা দল ঠিক হবে রান রেটের ভিত্তিতে। দুটি সেমিফাইনাল ৩১ জানুয়ারি। ফাইনাল ২ ফেব্রুয়ারি।
ভারতীয় দলটা এরকম: নিকি প্রসাদ (অধিনায়ক), সানিকা চালকা (সহ অধিনায়ক), জি তৃষা, কমলিনী জি (উইকেটরক্ষক), ভাবিকা আহিরে (উইকেটরক্ষক), ঈশ্বরী আওয়াসারে, মিথিলা বিনোদ, জোসিথা ভিজে, সোনম যাদব, পারুনিকা সিসোদিয়া, কেশরি দ্রীথি, আয়ূষী শুক্লা, আনন্দিতা কিশোর, এমডি শবনম, বৈষ্ণবী এস।
স্ট্যান্ডবাই রাখা হয়েছে নন্দনা এস, ইরা জে ও আনদা টি’কে।
এর আগে মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। হারিয়েছিল ইংল্যান্ডকে। গত বারের দল থেকে এবারের দলে আছেন গঙ্গোদি তৃষা।
