আজকাল ওয়েবডেস্ক:‌ ক্যানসারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। ত্বকের ক্যানসারে আক্রান্ত তিনি। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ক্লার্ক নিজেই এই খবর জানিয়েছেন। ত্বকের ক্যানসার অপসারণের জন্য অস্ত্রোপচারও হয়েছে বলে জানিয়েছেন ক্লার্ক।


৪৪ বছর বয়সী ক্লার্ক বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন। সেটি অস্ত্রোপচারের পরের ছবি। সেখানে দেখা যাচ্ছে ক্লার্কের নাকের পাশে অস্ত্রোপচার হয়েছে। ক্লার্ক লিখেছেন, ‘ত্বকের ক্যানসার বাস্তব! বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আমার নাক থেকে আরেকটা বাদ দেওয়া হয়েছে।’

 

আরও পড়ুন:‌ অস্ট্রেলিয়া সিরিজে যাওয়ার আগে এই কঠিন পরীক্ষা দিতে হবে রোহিতকে, পাস করতে পারবেন?‌ 


ক্যানসার নিয়ে সকলকে সতর্ক করে দিয়ে এরপর ক্লার্ক লিখেছেন, ‘ত্বকের পরীক্ষা করানোর জন্য সকলকে মনে করিয়ে দিচ্ছি। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভাল। আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা এবং প্রাথমিক স্তরে ক্যানসার ধরা পড়াটা গুরুত্বপূর্ণ ছিল। এর জন্য চিকিৎসকের কাছে আমি কৃতজ্ঞ।’


ক্যানসারের সঙ্গে ক্লার্কের লড়াই অবশ্য এই প্রথম নয়। ২০০৬ সালে তাঁর প্রথম এই রোগ ধরা পড়েছিল। তার পর থেকে প্রায় ১২ বার ক্যানসার অপসারণ করা হয়েছে। গত বছর তাঁর বুকে অস্ত্রোপচার হয়। ২০২৩ সালে কপাল এবং মুখ থেকে ক্যানসার অপসারণ করা হয়।


ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ২০২৩ সালে ক্লার্ক অস্ট্রেলিয়ান স্কিন ক্যানসার ফাউন্ডেশনের সঙ্গে কাজ শুরু করেন। জানান, তিনি বছরে দু’বার ত্বকের যাবতীয় পরীক্ষা করানোর চেষ্টা করেন। সারা বিশ্বের মধ্যে অস্ট্রেলিয়াতেই ত্বকের ক্যানসারের প্রবণতা সবচেয়ে বেশি।

 

আরও পড়ুন: সেরা ওপেনার কে? বীরুও নন, লোকেশ রাহুলও নন, পূজারা বাছলেন অন্য কাউকে, সিএসকে-র প্রাক্তন ক্রিকেটার তিনি ...


প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার ক্রিকেটে বহু চর্চিত নাম মাইকেল ক্লার্ক। ২০০৩ থেকে ২০১৫ অবধি তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন। ২০১৫ সালে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। দেশের হয়ে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে ও ৩৪ খানা টি–টোয়েন্টি খেলেছেন ক্লার্ক। টেস্টে রয়েছে ৮৬৪৩ রান। ওয়ানডেতে রয়েছে ৭৯৮১ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ৯৪ উইকেটও রয়েছে ক্লার্কের।


৭৪ টেস্ট ও ১৩৯ ওয়ানডে ম্যাচে তিনি অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেছেন। তাঁর নেতৃত্বে ২০১৩–১৪ অ্যাশেজে অস্ট্রেলিয়া ৫–০ জিতেছিল। ২০১৩ সালে আইসিসির বর্ষসেরা ও সেরা টেস্ট ক্রিকেটারের সম্মান পেয়েছিলেন ক্লার্ক। 

 

আরও পড়ুন:‌ 'ভারতের ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জেতাবে ও', বঞ্চিত তারকাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী, শুনতে পাচ্ছেন গম্ভীর? ...


টেস্টে ২৮ শতরান রয়েছে ক্লার্কের। ব্যক্তিগত সর্বোচ্চ ৩২৯ অপরাজিত। ওয়ানডে ক্রিকেটে রয়েছে আট শতরান ও ৫৮টি অর্ধশতরান। ব্যক্তিগত সর্বোচ্চ রান ১৩০। 

এটা ঘটনা, এর আগে ২০১৯ সালে ক্লার্কের শরীরে তিনটি নন–মেলানোমা ক্ষত ধরা পড়ে। তখনও তিনি মানুষকে রোদের থেকে সাবধানতা ও ত্বকের যত্ন নেওয়ার বার্তা দিয়েছিলেন। সেই সময় লিখেছিলেন, ‘আরও একটা দিন, আরও একবার আমার মুখ থেকে ক্যানসার সরিয়ে দেওয়া হল। যুবসমাজকে বলছি, রোদের থেকে সাবধানে থাকো।’ আপাতত আরও কিছুদিন হাসপাতালেই থাকতে হবে এই বিশ্বজয়ী অধিনায়ককে।

‌ 

‌