আজকাল ওয়েবডেস্ক: এডিলেড টেস্টে চাপে ভারত। পিঙ্ক বল টেস্টে প্রথম সেশন শেষে ভারতের রান ৮২। পড়ে গিয়েছে ৪ উইকেট।
টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম বলেই আউট হয়ে যান পারথ টেস্টে দুরন্ত শতরান করা যসশ্বী জয়সোয়াল (০)। এরপর খেলা ধরে নিয়েছিলেন লোকেশ রাহুল ও তিনে নামা শুভমান গিল। দু’জনে প্রথম উইকেটের জুটিতে ৬৯ রান তুলে ফেলেন। এরপরই স্টার্কের বলে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল (৩৭)। চারে নামা বিরাট প্রথম ইনিংসে হন ব্যর্থ। মাত্র ৭ রান করে ফিরে যান স্টার্কের বলে। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করা বিরাট হলেন ফের ব্যর্থ। এরপরই বোলান্ডের বলে এলবিডবলিউ হন গিল (৩১)। উইকেটে রয়েছেন রোহিত ও ঋষভ।
স্টার্ক ইতিমধ্যেই তিন উইকেট নিয়ে ফেলেছেন। এখন দায়িত্ব অধিনায়ক রোহিত ও ঋষভের উপর।
এদিকে, এডিলেড টেস্টে প্রথম একাদশে তিনটি বদল করেছে ভারত। পারথ টেস্টের দল থেকে বাদ গিয়েছেন দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুড়েল ও ওয়াশিংটন সুন্দর। পরিবর্তে দলে এসেছেন শুভমান গিল, রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। তবে এডিলেডে রোহিত ও গিলের ফেরা নিয়ে কোনও সংশয় ছিল না। তবে ওয়াশিংটনের জায়গায় অশ্বিনকে কেন নেওয়া হল, যেখানে সুন্দর পারথে ভাল পারফর্ম করেছিলেন তা বোধগম্য নয়। আর অসি দলে হয়েছে একটাই পরিবর্তন। হ্যাজলেউডের জায়গায় দলে এসেছেন বোলান্ড।
