আজকাল ওয়েবডেস্ক: শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ–১ ব্লকের জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে দুষ্কৃতী হামলার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। শনিবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ ৩–৪ জন সশস্ত্র দুষ্কৃতী জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলির বাড়িতে হামলা চালায়। দুষ্কৃতীরা লাঠি এবং বাঁশ দিয়ে প্রধানের বাড়ির জানলার যাবতীয় কাঁচ ভেঙে দেয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে। ইয়াকুব আলি বলেন, ‘শনিবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ গ্রামের বাসিন্দা মহসিন শেখের নেতৃত্বে ২–৩ জন সশস্ত্র দুষ্কৃতী বাড়িতে হামলা চালায়। তবে কি উদ্দেশ্যে এই হামলা তা এখনও বুঝতে পারিনি।’ প্রধানের অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে ও তাঁর ছেলেকে প্রাণে মারার হুমকি দিয়েছে। কি উদ্দেশ্যে এই হামলা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
