আজকাল ওয়েবডেস্ক: সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী অসম সরকারের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব। জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই চলছিল ২০০৯ সালের আইপিএস অফিসার শিলাদিত্য ছেতিয়ার স্ত্রী’র। ক্যানসার একেবারে শেষ পর্যায়ে চলে গিয়েছিল। শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ছেতিয়ার স্ত্রী। স্ত্রীর অসুস্থতার জন্য দীর্ঘ চার মাস ধরে তিনি ছুটিতে ছিলেন।
মঙ্গলবার সন্ধেয় মারা যান ছেতিয়ার স্ত্রী। সেই শোক সহ্য করতে না পেরে আইসিইউ’র ভিতরেই স্ত্রীর দেহের সামনে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি। জানা গেছে, স্ত্রী মারা যাওয়ার পর তিনি চিকিৎসক ও নার্সকে জানিয়েছিলেন, কিছুক্ষণ স্ত্রীর দেহের সামনে তাঁকে একা থাকতে দিতে। এর কিছুক্ষণ পরেই গুলির আওয়াজ শোনা যায়। ঘরে ঢুকতেই দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। চিকিৎসকরা চেষ্টা করলেও বাঁচানো যায়নি ছেতিয়াকে।
প্রসঙ্গত, দীর্ঘ কেরিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছিলেন ছেতিয়া। অসমের তিনসুকিয়া ও সোনিতপুর জেলার এসপি ছিলেন তিনি। হয়েছিলেন স্বরাষ্ট্রসচিবও। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ অসম পুলিশ।
মঙ্গলবার সন্ধেয় মারা যান ছেতিয়ার স্ত্রী। সেই শোক সহ্য করতে না পেরে আইসিইউ’র ভিতরেই স্ত্রীর দেহের সামনে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি। জানা গেছে, স্ত্রী মারা যাওয়ার পর তিনি চিকিৎসক ও নার্সকে জানিয়েছিলেন, কিছুক্ষণ স্ত্রীর দেহের সামনে তাঁকে একা থাকতে দিতে। এর কিছুক্ষণ পরেই গুলির আওয়াজ শোনা যায়। ঘরে ঢুকতেই দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। চিকিৎসকরা চেষ্টা করলেও বাঁচানো যায়নি ছেতিয়াকে।
প্রসঙ্গত, দীর্ঘ কেরিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছিলেন ছেতিয়া। অসমের তিনসুকিয়া ও সোনিতপুর জেলার এসপি ছিলেন তিনি। হয়েছিলেন স্বরাষ্ট্রসচিবও। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ অসম পুলিশ।
