আজকাল ওয়েবডেস্ক: এই নিয়ে তিন বার। ইডির সমন এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৩ জানুয়ারি তাঁকে ইডি দপ্তরে এসে দেখা করতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত ২২ ডিসেম্বর তাঁকে সমন পাঠানো হয়। কিন্তু বুধবার সকালে আম আদমি পার্টির প্রধান জানিয়ে দেন, তিনি ইডি দপ্তরে আসছেন না। কেন আসছেন না, তার কারণও দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলে ইডি সূত্রে খবর।
এর আগে গত বছরের ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বর ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল আপ প্রধানকে। তিনি সেই তলবেও সাড়া দেননি। তার মধ্যে ২১ ডিসেম্বর কেজরিওয়াল তাঁর যোগাভ্যাসের অনুশীলনের জন্য যেতে পারেননি বলে জানিয়েছিলেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। আর নভেম্বরে ইডির সমনে সাড়া না দিয়ে মধ্যপ্রদেশে প্রচারের কাজে গিয়েছিলেন তিনি। তবে কেজরিওয়ালকে ইডি যে সমন পাঠাচ্ছে তা আইনত বৈধ নয় বলে আগেই দাবি করেছে আপ। বুধবারও ইডিকে দেওয়া জবাবে কেজরি জানিয়েছেন, তাঁকে পাঠানো ইডির সমন বেআইনি। তদন্তে যেকোনও রকমের সাহায্য করতে তিনি প্রস্তুত। যেকোনও আইনত বৈধ সমনেরও জবাব দিতে রাজি। কিন্তু বেআইনি সমনগুলি সরাতে হবে। প্রসঙ্গত, কেজরিকে দিল্লির আবগারী দুর্নীতির সূত্রে বারবার সমন পাঠাচ্ছে ইডি।
এর আগে গত বছরের ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বর ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল আপ প্রধানকে। তিনি সেই তলবেও সাড়া দেননি। তার মধ্যে ২১ ডিসেম্বর কেজরিওয়াল তাঁর যোগাভ্যাসের অনুশীলনের জন্য যেতে পারেননি বলে জানিয়েছিলেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। আর নভেম্বরে ইডির সমনে সাড়া না দিয়ে মধ্যপ্রদেশে প্রচারের কাজে গিয়েছিলেন তিনি। তবে কেজরিওয়ালকে ইডি যে সমন পাঠাচ্ছে তা আইনত বৈধ নয় বলে আগেই দাবি করেছে আপ। বুধবারও ইডিকে দেওয়া জবাবে কেজরি জানিয়েছেন, তাঁকে পাঠানো ইডির সমন বেআইনি। তদন্তে যেকোনও রকমের সাহায্য করতে তিনি প্রস্তুত। যেকোনও আইনত বৈধ সমনেরও জবাব দিতে রাজি। কিন্তু বেআইনি সমনগুলি সরাতে হবে। প্রসঙ্গত, কেজরিকে দিল্লির আবগারী দুর্নীতির সূত্রে বারবার সমন পাঠাচ্ছে ইডি।
