সুমনা আদক: শিল্পীর চিন্তার বহিঃপ্রকাশ ঘটে তাঁর সৃষ্টির মধ্যে দিয়ে। জীবনের একাধিক পথ পেরিয়ে সৃষ্টির অনন্য সুন্দর্য ফুটে ওঠে তাঁর কাজেকর্মে। গোটা পৃথিবীতে শিল্পের মধ্যে এশিয়ান আর্ট কালচারাল অ্যাক্টিভিটির অন্য একটা বৈশিষ্ট্য রয়েছে।
এই বসন্তের আবহে মেতে উঠেছে নিউ জার্সির প্রবাসী ভারতীয়রা। নিজস্ব শিল্প সংস্কৃতির ভাবনাকে আরও একবার আর্ট প্রদর্শনী গ্যালারিতে তুলেছে আগের মতো। সম্প্রতি আমেরিকার নিউ জার্সিতে সাউথ এশিয়ান আর্টিস্ট অফ আমেরিকার উদ্যোগকে সাধুবাদ জানাল সে দেশের প্রশাসন। এপ্রিলের শেষে যেখানে লক্ষ্মী মিওল থেকে শুরু করে আরও অনেকেই সামিল হয়েছিলেন। প্রায় ২১টি দেশের ২১ জন শিল্পীর শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছিল অডিটোরিয়ামের গ্যালারিতে।
গত ২৩ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলেছিল এই প্রদর্শনী। ভারত আফগানিস্তান, জাপান, কোরিয়া, চিন, বাংলাদেশ, শ্রীলঙ্কা-সহ একাধিক দেশের শিল্পীর শিল্পকলার পাশাপাশি সে দেশের সংস্কৃতির সংগ্রহ ছিল প্রদর্শনীতে। হস্তশিল্প থেকে শুরু করে সেরমিক আর্ট, কাঠের শিল্প, কাগজ শিল্প, চীনের বিখ্যাত হাতের পুতুল সবই স্থান পেয়েছিল সেখানে। তিনদিন ব্যাপী অনুষ্ঠানের মূল কেন্দ্রে ছিল ভারতীয় সভ্যত্যার একাধিক নিদর্শন। উৎসবের কর্মসূচি নিয়ে সেদেশের উদ্যোক্তারা বেশ উৎসাহী ছিলেন। প্রদর্শনীর মুখ্য উদ্যোক্তারা প্রত্যেকে মহিলা ছিলেন। শিল্পের কোনও জাত নেই, কোনও বয়স নেই। কাজেই এই শিল্প প্রদর্শনীর মূল ভূমিকায় মহিলাদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। প্রত্যেকের মতে, এশিয়ার যাবতীয় শিল্পের সংগ্রহ নিয়ে নিউ জার্সি বেশ সরগরম।
