আজকাল ওয়েবডেস্ক:‌ জনপ্রিয় হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগারের জীবনে প্রাপ্তির তালিকা অনেক বড় হলেও একটি আক্ষেপ তার আজীবন থেকেই যাবে। সেটি হচ্ছে তিনি কখনো মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না। এর কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। সংবিধানে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে গেলে অবশ্যই জন্মসূত্রে মার্কিন নাগরিক হতে হবে। কিন্তু আর্নল্ড শোয়ার্জেনেগার তা নন। তাঁর জন্ম অস্ট্রিয়ার থাল নামের একটি শহরে। ১৯ বছর বয়স পর্যন্ত অস্ট্রিয়াতেই ছিলেন তিনি। তারপর পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই আর্নল্ড শোয়ার্জেনেগার দাবি করেছেন, যদি সুযোগ থাকত তাহলে তিনি একজন ভাল প্রেসিডেন্ট হতে পারতেন। শোয়ার্জেনেগার বলেছেন, ‘মনে হয়, আমি একজন ভাল প্রেসিডেন্ট হতে পারতাম!’ তবে এখনই প্রেসিডেন্ট হওয়ার সব আশা ত্যাগ করছেন না ৭৬ বছর বয়সী এই অভিনেতা। তিনি মনে করেন, সংবিধান সংশোধনের সুযোগ আছে। তবে এই আইন পরিবর্তনের জন্য কোনও পদক্ষেপ নেবেন না বলে জানিয়েছেন শোয়ার্জেনেগার। তিনি বলেছেন, ‘যদি আইনটি পরিবর্তনের চেষ্টা করি, তবে তা কিছুটা স্বার্থপরের মতোই আচরণ হবে।’  উল্লেখ্য, ২০০৩–১১ সালের মধ্যে দুই মেয়াদে তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।