আজকাল ওয়েবডেস্ক: সিকিমে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন পর্যটকরা। প্রসঙ্গত, তুষারপাতে বিপর্যস্ত সিকিম। পূর্ব সিকিমের দুর্গম এলাকায় প্রায় ১০০০ পর্যটক আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধারে নেমেছে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস। বুধবার দিনভর উদ্ধারকাজ চালিয়ে প্রায় ৮০০ জনকে নিরাপদে বাইরে নিয়ে এসেছে সেনা। সেনা ব্যারাকেই তাঁদের রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি তাঁদের শীতবস্ত্র, গরম খাবারও দেওয়া হয়েছে। সেনা সূত্রে খবর, এখনও পূর্ব সিকিমের কিছু অংশে প্রায় ৩০০ পর্যটক আটকে রয়েছেন। তাঁদেরও যত দ্রুত সম্ভব উদ্ধারের চেষ্টা চলছে। যদিও সিকিমে এখনও তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়া রয়েছে। তাই পরিস্থিতি বেশ কঠিন। তার মধ্যেই উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনা।
