আজকাল ওয়েবডেস্ক:‌ আইসিস মডিউলের খোঁজে ফের তল্লাশি শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (‌এনআইএ)‌। চার রাজ্যের ১৯ জেলায় সোমবার সকাল থেকে তল্লাশি শুরু করেছে এনআইএ। কর্নাটকের ১১টি জায়গা ছাড়াও তল্লাশি অভিযান চলছে ঝাড়খণ্ডের চার জায়গায়। এছাড়া তল্লাশি চলছে মহারাষ্ট্রের তিন জায়গায় ও দিল্লির এক জায়গায়।
প্রসঙ্গত, গত সপ্তাহেই আইসিস মডিউলের খোঁজে মহারাষ্ট্রের ৪০ জায়গায় তল্লাশি চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছিল এনআইএ। তার মধ্য এক জন আবার আইসিস নেতা বলে জানা যায়। ওই তল্লাশি অভিযানে নগদ টাকা, অস্ত্র, বিস্ফোরক, একাধিক নথি উদ্ধার হয়েছিল।