আজকাল ওয়েবডেস্ক:‌ রাজস্থানের কোটায় ফের পড়ুয়ার আত্মহত্যা। নিট পরীক্ষার্থী মহম্মদ জাইদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে মঙ্গলবার রাতে হস্টেলের ঘর থেকে। জওহর নগর এলাকায় একটি হস্টেলে থাকত জাইদ। জানা গেছে, দ্বিতীয়বার নিটের প্রস্তুতি নিচ্ছিল সে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা সে। ডাক্তারি পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পড়ুয়ার পরিবারকে খবর পাঠিয়েছে। পরিবারের সদস্যরা কোটায় আসার পরেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এদিকে, মৃতদেহের পাশ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, গত বছর কোটায় ২৬ জন পড়ুয়া আত্মঘাতী হয়েছিল। নতুন বছরে ফের ঘটল আত্মহত্যার ঘটনা।