আজকাল ওয়েবডেস্ক:‌ অনেকেই ভেবেছিলেন হায়দরাবাদ ম্যাচটা সহজেই জিতে যাবে। কিন্তু হয়েছে উল্টো। লখনউ সুপার জায়ান্টস বাজি মেরে গিয়েছে। নিকোলাস পুরানের ২৬ বলে ৭০ ও শার্দূল ঠাকুরের চার উইকেটে ম্যাচ পকেটে পুরে নিয়েছেন ঋষভ পন্থরা।


যে দল ৩০০ রান করার কথা ভেবেছিল, তারা ২০০ রান পর্যন্ত করতে পারেনি। ঘরের মাঠে এইভাবে হার মেনে নিতে কষ্ট হচ্ছে। নীতীশ কুমার রেড্ডির ব্যাটে বড় রানের আশা ছিল। কিন্তু তিনি মাত্র ৩২ রান করে বোল্ড হয়ে যান। আউট হয়ে এতটাই বিরক্ত ও হতাশাগ্রস্ত হয়ে পড়েন নীতীশ যে সাজঘরে ফেরার পথে হেলমেটটাই আছাড় মেরে ফেলে দেন। যে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।


এদিকে ম্যাচ হারের পর উইকেটের উপর দোষ চাপিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর স্পষ্ট কথা, প্রথমদিন যে উইকেটে খেলেছিলাম, দ্বিতীয়দিন অন্য উইকেটে খেলতে হয়েছে। কামিন্সের কথায়, ‘‌উইকেটটা ভিন্ন ছিল। আমাদের দ্রুত রান করা উচিত ছিল। যা হয়নি। প্রতিপক্ষ ভাল ব্যাট করেছে। তবুও বলব উইকেটটা বেশ ভাল। অন্যতম সেরা উইকেট। কিন্তু আমরা জিততে পারলাম না।’‌


কামিন্সের কথায়, ‘‌প্রতিটা ম্যাচই নতুন ভেবে খেলতে হয়। আমরা সেই চেষ্টাই করেছি। কারও ব্যাটে অন্তত বড় ইনিংস দরকার ছিল। কিন্তু হয়নি। কিষানও ব্যর্থ হল। অবশ্য সবদিন সবাই রান পাবে এটা ভাবাও ভুল। তবে আমাদের দলে আটজন ব্যাটার রয়েছে। তারপরেও এত অল্প রান ওঠাটা সত্যিই হতাশার।’‌