আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানে খেলতে যাবে না। ভারতের তরফ থেকে হাইব্রিড মডেলের প্রস্তাব দেওয়া হয়েছে। যেখানে ভারত খেলতে চায় দুবাইয়ে। কিন্তু এই মডেল মানতে রাজি নয় পাকিস্তান।
ভারত ও পাকিস্তান দুই দলই নিজেদের মনোভাব থেকে সরতে নারাজ। আর এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসিকে রীতিমতো হুমকি দিয়েছেন শোয়েব আখতার। তিনি বলেছেন, ভারত যদি না খেলে তাহলে কিন্তু পিসিবি ও আইসিসির অন্তত ৮৪৪ কোটি টাকা ক্ষতি হবে।
প্রাক্তন পাক পেসারের কথায়, ‘পাকিস্তান যদি ভারতকে নিজেদের দেশে আনতে না পারে কিংবা নিরপেক্ষ ভেন্যুতে না খেলাতে পারে তাহলে দুটি বিষয় হতে পারে। প্রথমত, স্পনসরশিপ বাবদ আইসিসি ও আয়োজক দেশ হিসেবে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। আর দ্বিতীয়ত, ভারত যদি পাকিস্তানে আসে, তাহলে লাহোর বা যেখানেই খেলুক।’
ইতিমধ্যেই ভারতের দিব্যাঙ্গ দল পাকিস্তানে টি২০ বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। দেশের স্বরাষ্ট্র মন্ত্রক অনুমতি দেয়নি। অনুমতি পেলে বুধবারই ওয়াঘা সীমান্ত পেরনোর কথা ছিল দলের। সেখানে টুর্নামেন্ট হবে ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর অবধি।
যদিও ক্রীড়া মন্ত্রক কিন্তু অনুমতি দিয়েছিল দল যাওয়ার। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক অনুমতি বাতিল করে দিল।
