আজকাল ওয়েবডেস্ক:‌ অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠল। মুম্বই নগরীতে শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটে। মৃত নেতার নাম শচীন কূর্মী। তিনি দলের তালুকা সভাপতি ছিলেন। বাইকুল্লা এলাকায় গভীর রাতে ধারালো অস্ত্র নিয়ে ওই নেতার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

 

ঘটনার খবর পেতেই হাজির হয় পুলিশ। রক্তাক্ত শচীনকে উদ্ধার করে স্থানীয় জেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
কে বা কারা এই খুনের ঘটনায় যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, অন্তত দুই থেকে তিন জন হামলা চালিয়েছিল ওই নেতার উপর। নেতার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।