আজকাল ওয়েবডেস্ক:‌ বারাকপুরে পুলিশকর্মীর আবাসনে চলল গুলি। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আটক বায়ুসেনা জওয়ান। জানা গেছে, রবিবার গভীর রাতে ষষ্ঠীতলার এক আবাসনে গুলি চলার আওয়াজ শুনতে পান বাসিন্দারা। ওই আবাসনেই থাকেন এক পুলিশকর্মী। তিনি লাটবাগানে পুলিশ ট্রেনিংয়ে কর্মরত। শব্দ পেয়ে তিনি উঠে দেখেন, তাঁর তিনতলার আবাসনে রান্নাঘরের জানলার কাচ ভেঙে গিয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়ায়। সকালে দেখা যায়, জানলায় গুলির ছাপ স্পষ্ট। খবর যায় টিটাগড় থানায়। পুলিশ তদন্তে নেমে আবাসনের পাশের একজনকে আটক করে। জানা গিয়েছে, তিনি বায়ুসেনা কর্মী। রাতে তিনি এয়ারগান নিয়ে শুটিং প্র্যাকটিস করছিলেন। হঠাৎ লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে পাশের আবাসনের জানলার কাচে। টিটাগড় থানায় রয়েছেন আটক বায়ুসেনা কর্মী। ঘটনায় অবশ্য হতাহতের খবর নেই।