আজকাল ওয়েবডেস্ক: পাঁচ দিনে একটি বলও খেলা হল না গ্রেটার নয়ডায়। ৯১ বছরে এই প্রথম ভারতের মাটিতে একটিও বল না খেলেই টেস্ট ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল। ১৯৩৩ সালে ভারতে প্রথম টেস্ট ম্যাচ হয়। তারপর থেকে এরকম ঘটনা ঘটেনি। যা ঘটল এই ২০২৪ সালে এসে।
বৃষ্টি ও ভিজে আউটফিল্ডের জন্য ম্যাচের পাঁচ দিনে একটি বলও খেলা হয়নি। টস পর্যন্ত করা যায়নি আফগানিস্তান–নিউজিল্যান্ড ম্যাচের। শুক্রবার দুই দলের কোচই খেলা না হওয়ার জন্য আবহাওয়াকে দায়ী করে গেলেন। দুই কোচের মতে, বর্ষার সময়ে ম্যাচ আয়োজনের ঝুঁকি থেকেই যায়।
গ্রেটার নয়ডার মাঠের পরিকাঠামো ভাল নয়। এই অভিযোগ আগেই তুলেছেন আফগান ক্রিকেট বোর্ডের কর্তারা। বিসিসিআইকে দায়ী করেছেন। আফগান কোচ কিন্তু এই বিতর্কের মধ্যে ঢুকলেন না। আফগান হেড কোচ জোনাথন ট্রট বলেন, ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা উত্তেজক টেস্টের অপেক্ষায় ছিলাম। কিন্তু বৃষ্টি সবকিছু ভেস্তে দিল।’ ট্রটের পাশে এদিন ছিলেন কিউয়ি কোচ গ্যারি স্টিড। ট্রট আরও বলেন, ‘দুর্ভাগ্যজনক। বৃষ্টি যে এভাবে খেলায় প্রভাব বিস্তার করবে তা কে জানত। বর্ষার সময়ে টেস্ট ম্যাচ খেলাটা সবসময়ই ঝুঁকির।’ টেস্টটা না হওয়ায় হতাশ নিউজিল্যান্ড শিবিরও। গ্যারি স্টিভ বলে দিয়েছেন, ‘দলের সবাই খুব হতাশ। আফগানদের বিরুদ্ধে প্রথমবার টেস্ট খেলার জন্য মুখিয়ে ছিলাম। বিশ্বকাপে গত কয়েক বছর ধরেই ওদের সঙ্গে বেশ কড়া লড়াই হচ্ছে।’ এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে দ্বীপপুঞ্জে উড়ে যাবে কিউয়িরা। স্টিডের কথায়, ‘আফগান টেস্টটা খেলে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিটা নেওয়া যেত। কিন্তু বৃষ্টির জন্য সুযোগটা হারালাম।’ নিউজিল্যান্ড এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তিন নম্বরে আছে। শীর্ষে ভারত। দুইয়ে অস্ট্রেলিয়া।
