আজকাল ওয়েবডেস্ক:‌ শুক্রবার সকাল থেকেই ঘন কুয়াশার দাপট রাজ্যজুড়ে। একহাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। এর মধ্যেই সাতসকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। লরির ধাক্কায় দুমড়ে–মুচড়ে গেল একট অ্যাপ ক্যাব। গুরুতর জখম হন ৩ জন। আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। লরি চালককে আটক করেছে পুলিশ।


জানা গেছে, শুক্রবার সকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল একটি অ্যাপ ক্যাব। ঢালাই কারখানার কাছে পৌঁছতেই ঘটে যায় দুর্ঘটনা। আচমকা পিছন থেকে ক্যাবটিকে ধাক্কা দেয় একটি বালি ভর্তি লরি। লরিটি দ্রুত গতিতে থাকায় একেবারে দুমড়ে–মুচ়ড়ে যায় ক্যাবটি। ভিতরে থাকা দুই যাত্রী ও চালক গুরুতর জখম হন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।


ঘটনার পর লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ক্যাবটিকেও উদ্ধার করা হয়েছে। লরি চালককে আটক করা হয়েছে। লরিটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না। লরির গতিবেগ কত ছিল, চালক মদ্যপ ছিলেন কি না, সব খতিয়ে দেখা হচ্ছে। কুয়াশার জেরে দুর্ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।


প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোররাত থেকে বিবেকানন্দ ব্রিজ বা বালি ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়েছে। নিয়মমতো দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। নিবেদিতা সেতু দিয়ে চলাচল করছে। এর ফলেসমস্যায় পড়েছেন যাত্রীরা। ব্রিজ থেকে নামার রাস্তা না পেয়ে, দীর্ঘ পথ হেঁটে বাস ধরতে হচ্ছে তাঁদের। যাত্রীদের সুবিধার্থে রেলিং ভেঙে নতুন রাস্তা তৈরি করতে হয়েছে পুলিশকে। তবুও আটকানো গেল না দুর্ঘটনা।