আজকাল ওয়েবডেস্ক:‌ ভাইফোঁটার সকালে মিষ্টি কিনতে গিয়ে দুর্ঘটনায় মৃত বোন। মর্মান্তিক ঘটনাটি ঘটল বুধবার সকালে বীরভূমের নলহাটি এলাকায়। মৃতের নাম রীতা সাউ (‌২৫)‌। তরুণীর বাপের বাড়ি ঝাড়খণ্ডের মহেশপুরের কানিঝাড়া গ্রামে। শ্বশুরবাড়ি বীরভূমের মাড়গ্রামের ছোটচৌকি গ্রামে। বুধবার সকালে ভাইয়ের বাইকে চেপে নলহাটি এলাকায় তরুণী এসেছিলেন মিষ্টি কিনতে। কিন্তু মিষ্টি কেনার আগেই ঘটে যায় দুর্ঘটনা। নলহাটিতে বাইকে পিছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক্টর। রাস্তায় ছিটকে পড়েন বোন ও ভাই। ঘটনাস্থলেই মারা যান তরুণী। তবে ভাই প্রাণে বেঁচে গেছেন। ভাইফোঁটার দিন এই ঘটনায় শোকাহত পরিবার।