আজকাল ওয়েবডেস্ক:‌ মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা। নাতিকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের। আহত খুদে। 
মৃতের নাম পরিতোষ দেবনাথ (‌৬২)‌। মহেশতলার শান্তিনগর এলাকায় থাকতেন। সোমবার দুপুরে সাইকেলে নাতিকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। ফেরার পথে ঘটে দুর্ঘটনা। লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন পরিতোষবাবু ও তাঁর নাতি। স্থানীয়রা সঙ্গে সঙ্গে বৃদ্ধ ও তাঁর নাতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে মারা যান বৃদ্ধ। খুদের পায়ে সামান্য আঘাত লেগেছে। এদিকে, ঘাতক লরি ও চালককে আটক করেছে পুলিশ। ঘটনায় শোকাহত পরিবার ও স্থানীয়রা।