মিল্টন সেন, হুগলি:‌ শনিবার সাত সকালে দুর্ঘটনা। পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহীর। ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। মৃত যুবকের নাম অনিমেষ দাস (২৭)। বাড়ি আরাজি ভবানীপুর গ্রামে। ই কার্টের ডেলিভারির কাজ করত যুবকটি। ঘটনাটি ঘটেছে এদিন সকালে বলাগড় থানার অন্তর্গত হাজরাপাড়া মোড়ে। জিরাটের দিকে যাচ্ছিলেন যুবক। এস টি কে কে রোডের হাজরাপাড়া মোড়ে একটি পুলিশের গাড়ি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। এরপরই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এবং ওই যুবকের সহকর্মীরা। পরে পুলিশ এসে অবরোধ সরিয়ে দেয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় জিরাট হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম দেবীদয়াল কুণ্ডু। তিনি জানান, পুলিশের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।