আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে সারমেয়র কামড়ে গুরুতর জখম হল সাত বছরের এক শিশুকন্যা। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধেয় রাজধানীর শাহদরার জগৎপুরী এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধেয় শিশুটি বাড়ির বাইরে খেলছিল। আচমকাই একটি পোষ্য পিটবুল প্রজাতির কুকুর শিশুটিকে আক্রমণ করে। টেনেহিঁচড়ে ক্ষতবিক্ষত করে দেয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। শিশুটি এখন ভাল আছে বলে জানা গেছে। জখম শিশুটির মায়ের জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে তৎপর পুলিশ
প্রসঙ্গত, গত তিন মাসে দিল্লিতে একাধিকবার এই ঘটনা ঘটেছে। সারমেয়র কামড়ে ক্ষতবিক্ষত হয়েছে শিশুরা। তবুও হেলদোল নেই প্রশাসনের।
প্রসঙ্গত, গত তিন মাসে দিল্লিতে একাধিকবার এই ঘটনা ঘটেছে। সারমেয়র কামড়ে ক্ষতবিক্ষত হয়েছে শিশুরা। তবুও হেলদোল নেই প্রশাসনের।
