আজকাল ওয়েবডেস্ক: মহাষ্টমীর সকালে কেঁপে উঠল নেপালের রাজধানী কাঠমাণ্ডু। রবিবার সকাল ৭টা ৩৯ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পে কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের প্রভাব পড়ে দিল্লি–সহ সংলগ্ন এনসিআর অঞ্চলে। সিসমোলজিক্যাল সেন্টার সূত্রে খবর, সকাল ৭টা ৩৯ মিনিট নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের রাজধানী কাঠমাণ্ডু–সহ বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.১। ভূমিকম্পের উৎসস্থল কাঠমাণ্ডুর ৫৫ কিলোমিটার পশ্চিমে ধাবিং এলাকায় ভূ–পৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে। কাঠমাণ্ডু শহরের পাশাপাশি বাগমতি ও গন্ডকি প্রদেশেও জোরালো কম্পন অনুভূত হয়।
