আজকাল ওয়েবডেস্ক: পর পর দুটি এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ। প্রাণ গেল একই পরিবারের পাঁচ জনের। তার মধ্যে তিন জন শিশু। ঘটনায় আহত আরও চার জন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের হাতা হজরত সাহাব এলাকার কারোকরি এলাকায়। 
মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ পর পর দুটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। মারা যান মুশির (৫০), হুসন বানো (৪৫), রাইয়া (৭), উমা (৪) এবং হিনা (২)। দমকল জানিয়েছে, মঙ্গলবার রাতে এলাকার একটি বাড়ি থেকে পর পর দু’টি সিলিন্ডার ফাটার শব্দ শুনতে পান স্থানীয়রা। দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে বলে স্থানীয়রা জানিয়েছেন। জানা গেছে বাড়ির ভিতর তখন পরিবারের ন’জন সদস্য ছিলেন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় দমকল। দমকল কর্মী এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিভিয়ে ন’জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে পাঁচ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি চার জন হাসপাতালে চিকিৎসাধীন। দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিটের কারণে সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ পর পর দুটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। মারা যান মুশির (৫০), হুসন বানো (৪৫), রাইয়া (৭), উমা (৪) এবং হিনা (২)। দমকল জানিয়েছে, মঙ্গলবার রাতে এলাকার একটি বাড়ি থেকে পর পর দু’টি সিলিন্ডার ফাটার শব্দ শুনতে পান স্থানীয়রা। দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে বলে স্থানীয়রা জানিয়েছেন। জানা গেছে বাড়ির ভিতর তখন পরিবারের ন’জন সদস্য ছিলেন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় দমকল। দমকল কর্মী এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিভিয়ে ন’জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে পাঁচ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি চার জন হাসপাতালে চিকিৎসাধীন। দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিটের কারণে সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ হয়েছে।
