আজকাল ওয়েবডেস্ক: অগ্নিদগ্ধ হয়ে মৃত বিহারের চার যুবক। কর্মসূত্রে তারা গুরুগ্রামে থাকতেন। শুক্রবার গভীর রাতে গুরুগ্রামের একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঝলসে মারা যান মুস্তাক (২৮), নুর আলম (২৭), সাহিল (২২) ও আমন (১৭)।
শনিবার সকালে চার জনের ঝলসানো দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, হরিয়ানার গুরুগ্রামের জে ব্লকে একটি বাড়ি ভাড়া করতে থাকতেন তাঁরা। গুরুগ্রামের একটি পোশাক কারখানায় দর্জির কাজ করতেন মুস্তাক এবং আলম। আমন এবং সাহিল তাদের সঙ্গেই থাকতেন। পুলিশ প্রাথমিক তদন্তের পর মনে করছে, মাঝরাতে আগুন লেগেছিল। ঘুমন্ত অবস্থায় থাকায় ঘর থেকে বেরোনোর সুযোগ পাননি কেউ। ফলে অগ্নিদগ্ধ হয়েই মৃত্যু হয় চার জনের।
স্থানীয়রা জানিয়েছেন গভীর রাতে কিছু পোড়ার গন্ধ পেয়ে তারা বাইরে আসেন। দেখতে পান বহুতলের দোতলার একটি ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। স্থানীয়রা ঘরের সামনে যেতেই দেখতে পান আগুন ছড়িয়ে পড়েছে গোটা ঘরে। পুলিশ এবং দমকল এলেও ঘরের ভিতরে থাকা চার জনকে উদ্ধার করা যায়নি। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে শর্টসার্কিট বলেই মনে করছে পুলিশ।
