আজকাল ওয়েবডেস্ক: নবি মুম্বইয়ে ভেঙে পড়ল তিন তলা বহুতল। ধ্বংসস্তুপের নিচে বেশ কয়েকজন চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে হাজির হয়েছে দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
জানা গেছে, শনিবার সকালে শাহবাজ গ্রামে ঘটনাটি ঘটে। মিউনিসিপ্যাল কমিশনার কৈলাস শিন্ডে বলেছেন, ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। বহুতলটিতে ১৩টি ফ্ল্যাট ছিল। এখনও অবধি দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও দু’জন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন। তাদের উদ্ধারের কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
জানা গেছে, যে দু’জনকে এখনও অবধি উদ্ধার করা হয়েছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন। স্থিতিশীল রয়েছেন বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। কমিশনার জানিয়েছেন, ‘বহুতলটি ১০ বছরের পুরনো। ঘটনার তদন্ত চলছে। বহুতলের মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গেছে, শনিবার সকালে শাহবাজ গ্রামে ঘটনাটি ঘটে। মিউনিসিপ্যাল কমিশনার কৈলাস শিন্ডে বলেছেন, ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। বহুতলটিতে ১৩টি ফ্ল্যাট ছিল। এখনও অবধি দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও দু’জন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন। তাদের উদ্ধারের কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
জানা গেছে, যে দু’জনকে এখনও অবধি উদ্ধার করা হয়েছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন। স্থিতিশীল রয়েছেন বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। কমিশনার জানিয়েছেন, ‘বহুতলটি ১০ বছরের পুরনো। ঘটনার তদন্ত চলছে। বহুতলের মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’
