আজকাল ওয়েবডেস্ক: দ্রুতগতিতে ছুটে এসে একের পর এক গাড়িকে ধাক্কা মারল একটি এসইউভি। ঘটনায় মৃত তিন। আহত অন্তত বারো জন। বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের বান্দ্রা–ওরলি সি লিঙ্কের টোলপ্লাজায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এসইউভি গাড়িটি প্রচণ্ড গতিতে বান্দ্রার দিকে আসছিল। রাত ১০টা ১৫ নাগাদ বান্দ্রা–ওরলি সি লিঙ্কের টোলপ্লাজার ১০০ মিটার আগে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এসইউভিটির। ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা আরও বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারে গাড়িটি। মারা যান দু’জন মহিলা–সহ তিন জন। এসইউভি গাড়ির চালকও আহত হয়েছেন। তবে আঘাত গুরুতর নয়। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ঘাতক গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
