আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তানে সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান শহরে। মঙ্গলবার সকালে এলাকার একটি সেনা ঘাঁটিতে ঢুকে গুলি চালায় জঙ্গিরা। ঘটনায় মৃতের সংখ্যা ২৩। আহত অন্তত ২৭। ঘটনার পর গোটা এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। স্কুল, কলেজে ছুটি দেওয়া হয়েছে। জানা গেছে, এদিন সকালে সেনা ঘাঁটিতে ঢুকে প্রথমে বিক্ষোভ দেখায় একদল জঙ্গি। পুলিশকর্মীরা তাদের আটকাতে গেলে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ঘটনার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন তেহরিক–ই–জিহাদ পাকিস্তান। তবে মৃতদের সকলেই পুলিশকর্মী কিনা তা জানা যায়নি। হামলা সময় অনেকেই ঘুমাচ্ছিলেন বলে জানা গেছে। এই হামলার ঘটনা নিয়ে এখনও সরকারি বিবৃতি দেয়নি পাক সেনা।